বিএনপি সরকারকে উৎখাতের জন্য উদ্ভট কথা বলছে : শাজাহান খান
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, দেশে দুর্ভিক্ষ চলছে বলে বিএনপি মন্তব্য করছে। তারা কোথায় দুর্ভিক্ষ দেখল আমি জানি না। ১৩ বছর ধরে সরকারকে উৎখাত করার জন্য তারা উদ্ভট কথাবার্তা বলছে। কিন্তু কোনো অবস্থাতেই তা কাজ হচ্ছে না।
বুধবার (২৩ মার্চ) দুপুুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক, গণপূর্ত অধিদপ্তর ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে- ‘যারে দেখতে নারি তার চলন বাঁকা’। এখন বিএনপির অবস্থা তাই। আওয়ামী লীগের কোনো ভালো কাজ তাদের এখন চোখে পড়বে না।
শাজাহান খান বলেন, মানুষ যদি খেতে না পায় বা না খেয়ে মারা যায় তাকে দুর্ভিক্ষ বলে। আমাদের প্রচুর খাদ্য মজুত রয়েছে, উৎপাদনও ভালো হচ্ছে। আমরা এখন যে অবস্থানে আছি, যথেষ্ট ভালো আছি। এটা কোনোভাবেই দুর্ভিক্ষের পরিস্থিতি নয়। এটা বিএনপির বানানো অজুহাত। তারা সব সময় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য এমন উদ্ভট কথা বলে আসছে।
বিজ্ঞাপন
নাজমুল মোড়ল/এসপি