আহত নিমু চন্দ্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের পরিচালক নিমু চন্দ্র (৪০) আহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট-রংপুর রেলওয়ের তিস্তা এলাকায় রংপুর শাটল ট্রেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা (ডিটিও) সাজ্জাত হোসেন। 

আহত নিমু চন্দ্র রংপুর শাটল ট্রেনের পরিচালক এবং রেলওয়ে লালমনিরহাটে কর্মরত। 

সংস্থাপন কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, রংপুর এক্সপ্রেস ট্রেনের লালমনিরহাট ও কুড়িগ্রামের যাত্রীদের নিতে কাউনিয়ার উদ্দেশ্যে রংপুর শাটল ট্রেনটি বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট স্টেশন ছেড়ে যায়। কাউনিয়া পার হয়ে তিস্তা সেতু অতিক্রম করার পর ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনটির পরিচালক নিমু চদ্র নাক ও মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়াও পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। 

নিয়াজ আহমেদ সিপন/আরএআর