তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ বলেছেন, গ্যাসের মূল্য তিতাস কোম্পানি বৃদ্ধি করে না, মূল্য বৃদ্ধি করে সরকার। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে তিতাস আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে গ্রাহকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তবে এ সময় উপস্থিত গ্রাহকদের দাবি ছিল- যেন গ্যাসের দাম বাড়ানো না হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর সেগুলো আবার চালু হওয়ার নেপথ্যে তিতাসের এক শ্রেণির অসাধু কর্মকর্তা জড়িত বলে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেন।

প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ বলেন, তিতাস ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিতাসের কোনো অনিয়ম সহ্য করবেন না। তিতাসকে দালালমুক্ত করা হচ্ছে। 

গণশুনানিতে সাধারণ গ্রাহক ছাড়াও শিল্পপতিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে সভাপতির বক্তব্য দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মুনির হোসেন খান ও প্রকৌশলী সাহাদাত হোসেন।

রাজু আহমেদ/আরএআর