বঙ্গবন্ধুর সমাধিতে ডিপ্লোমেটিক কোরের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জম্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সংগঠন ডিপ্লোমেটিক কোরের সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর পৌনে ১টায় ডিপ্লোমেটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও মরক্কোর অ্যাম্বাসেডর মাজিদ হালিমের নেতৃত্বে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এ সময় তারা সেখানে ১ মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
বিজ্ঞাপন
পুষ্পস্তবক অর্পণের পর ডিপ্লোমেটিক কোরের সদস্যরা ফাতেহা পাঠ করে পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এরপর জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মুহা. ফারুক খান এমপির নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদনের পর ডিপ্লোমেটিক কোরের ভারপ্রাপ্ত ডিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
পরে ডিপ্লোমেটিক কোরের সদস্যরা জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। কমপ্লেক্সের ১নং গেট সংলগ্ন লাইব্রেরির পাশে বকুল ও আম গাছের দুটি চারা রোপন করেন তারা।
এসময় পররাষ্ট্র বিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নাজিম রসুল এমপি, পররাষ্ট্র সচিব সাব্বির আহমেদ চৌধুরী, পরিচালক আলাউদ্দিন ভূইয়াঁ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামিম আহমেদ, পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়ার ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়ার মেয়র তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ডিপ্লোমেটিক কোরের সদস্যরা টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন।
এর আগে ডিপ্লোমেটিক কোরের সদস্যরা টুঙ্গিপাড়ায় পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি তাদের অভ্যর্থনা জানান।
এমএএস