ফেনীতে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৫ মার্চ) বিকেল ৫টা ৪০মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি স্টেশনের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

এর আগে দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 

ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্নচন্দ্র মুৎসুদ্দি সন্ধ্যা ৭টার দিকে ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিসের ১০টি স্টেশনের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নির্বাপণের কাজ চলছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। 

স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন জানান, কারখানার তিনটি শেডেই আগুন লেগেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি ও ২৬ মার্চ উপলক্ষে শনিবার কারখানা বন্ধ। এ অবস্থায় কারখানায় কোনো শ্রমিক ছিলেন না। তালাবদ্ধ ছিল সব ইউনিট।

আরএআর