বিদেশি পিস্তল, ম্যাগজিন গুলিসহ ৭৭টি উগ্রবাদী বই রাখার দায়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রুহুল আমীন বাবু (৩২) নামে এক জেএমবির সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৮ মার্চ) দুপুরে এ রায় প্রদান করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। সাজাপ্রাপ্ত রুহুল আমীন বাবুর বাড়ি পাটগ্রাম উপজেলার সমশেরপুর মুন্সীরহাট এলাকায়।

রংপুর র‌্যাব জানায়, র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার মো. রবিউল আলমের নেতৃত্বে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে পাটগ্রাম শহর এলাকার রসুলগঞ্জ কলেজ রোডে গত ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর অভিযান চালানো হয়। অভিযানকালে ধাওয়া করলে বাকি জঙ্গি সদস্যরা পালিয়ে গেলেও নিষিদ্ধ সংগঠনের সদস্য রুহুল আমীন বাবুকে আটক করা হয়। 

এ সময় তার কাছে বিদেশি পিস্তল, ম্যাগজিন গুলিসহ নিষিদ্ধ ঘোষিত ৭৭টি উগ্রবাদী বই, ২শ ৫০টি জঙ্গিবাদ সংক্রান্ত বই ও মোবাইল উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এ মামলার বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে অস্ত্র আইন ১৮৭৮- এর ১৪ ধারা মোতাবেক রুহুল আমিন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিয়াজ আহমেদ সিপন/আরআই