নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে প্রায় ৭ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, রূপসী নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আছে তাদের। আমরা শ্রমিক মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছি। মালিক পক্ষ ৭ তারিখের আগে বেতন দিতে পারবেন না বলে জানিয়েছেন। তবে শ্রমিকরা তা মানছেন না। 

তিনি আরও জানান, শ্রমিকদের সড়ক ছাড়তে বললেও তারা শোনেননি। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

শ্রমিকরা জানান, প্রতি মাসেই এমন হয়। কখনো ২৫ তারিখের আগে বেতন হয় না। এবার দুই মাস পার হলেও বেতনের খবর নেই। ঘরে খাবার নেই, রোজা শুরু ৩ তারিখ থেকে। এর মধ্যে বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। বেতন না দিলে চলব কীভাবে?

রাজু আহমেদ/এসপি/জেএস