তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকারে আসার পর নারীদের পারিবারিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য প্রাথমিক বিদ্যালয়ে নারীদের চাকরি দিয়েছেন। এক সময় পরিবারে নারীদের বোঝা হিসেবে মনে করা হতো। আজকে সেই নারীরা এসএসসি পাস করে চাকরির সুযোগ পাচ্ছে। আজ সেই নারীরা পরিবারকে আর্থিক সচ্ছলতা দিচ্ছে, সম্মানের সঙ্গে পরিবারের দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন আমার মা, পৃথিবীর শ্রেষ্ঠ কোনো অর্থনীতিবিদ যদি থাকে তা হচ্ছেন আমাদের মা।

শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে মহিলা আওয়ামী লীগের সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ শেষে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সম্মান ও মর্যাদা দিয়েছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু একদিনে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করে নারীদের চাকরিতে প্রবেশের সুযোগ করে দিয়েছিলেন। পাকিস্তানি শাসন আমলে নারীরা কখনো বিচার বিভাগে চাকরির পরীক্ষা দিতে পারত না, বঙ্গবন্ধু সে নিয়ম পরিবর্তন করে নারীদের বিচার বিভাগে চাকরির সুযোগ করে দিয়েছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো জননেত্রী শেখ হাসিনা আজ বাস্তবায়ন করছেন।

এর আগে সম্মেলনের উদ্ধোধন করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের (নাটোর-নওগাঁ) সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ, সাধারণ সম্পাদক বিউটি আহমেদ, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ। 

তাপস কুমার/আরএআর