ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ফাইল ছবি
বাগেরহাটের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকার মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার জাহাঙ্গীর হোসেন (৫২) ও তার স্ত্রী রেহেনা বেগম। তারা খুলনা থেকে মোটরসাইকেলে মোংলার উদ্দেশ্য ফিরছিলেন।
বিজ্ঞাপন
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, খুলনা থেকে মোটরসাইকেল যোগে জাহাঙ্গীর ও তার রেহেনা স্ত্রী বাড়ি ফেরার পথে বাবুবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রেহেনা মারা যান। গুরুতর অবস্থায় জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। তাদের মরদেহ কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তানজীম আহমেদ/আরএআর
বিজ্ঞাপন