নড়াইলে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৫ এপ্রিল) নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- নড়াইল সদরের বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে মিলন পোদ্দার ও তার সহকারী পাইকমারী গ্রামের কাজী বাবরের ছেলে কাজী বদিয়ার রহমান। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ মার্চ নড়াইলের কালনাঘ্টা এলাকায় ঈগল পরিবহনে তল্লাশি করে ১২৯ বোতল ফেনসিডিলসহ বাসের চালক মিলন পোদ্দার ও তার সহকারী বদিয়ার রহমানকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নড়াইলের লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। 

মোহাম্মদ মিলন/এসপি