বাঁধ নির্মাণের টাকা সরকারকে ফিরিয়ে দেওয়ার আহ্বান
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেছেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি পিআইসি গঠনের অনিয়ম করা হয়েছে। এ কারণেই হাওরের বাঁধের করুণ অবস্থা। আমরা বলেছিলাম স্বচ্ছতা রেখে কাজ করার জন্য। কিন্তু তারা সেটি করেননি।
‘সারা জেলায় ১২১ কোটি টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে। এই টাকাগুলো গেল কোথায়? আজ কেন প্রশাসন স্থানীয় মানুষকে বাঁধে এগিয়ে আসতে বলে। সরকার এত টাকা দেওয়ার পরও আজ কৃষক কেন যাবেন বাঁধ রক্ষা করতে?’
বিজ্ঞাপন
সুনামগঞ্জে ফসলডুবির প্রতিবাদে বুধবার (৬ এপ্রিল) দুপুরে হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির ডাকা বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশ এসব কথা বলেন তিনি।
অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অনিয়ম, ব্যাপক দুর্নীতির কারণে হাওরের ফসলডুবির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে বিজন সেন আরও বলেন, এবারের যে লুটপাট হয়েছে, তা ২০১৭ সালকেও ছাড়িয়ে গেছে। সরকারের টাকা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক। এখানে কোনো বাঁধ হয়নি। পুরোনো বাঁধগুলোকে কিছু সংস্কার করা হয়েছে, যা একটু পাহাড়ি ঢলেই ভেঙে গেছে।
বিজ্ঞাপন
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমদ প্রমুখ।
এদিকে একই সময়ে সংগঠনে মূল্যায়ন না পাওয়ার অভিযোগ এনে হাওর বাঁচাও আন্দোলনের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু সুফিয়ান।
সাইদুর রহমান আসাদ/এনএ