সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটির চর জামে মসজিদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিয়াম (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

সিয়াম কুটির চর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে ও নলকা মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই শিক্ষার্থী মসজিদের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে যায়। এ সময় পরিত্যক্ত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কুটির চর জামে মসজিদের বিভিন্ন অংশে ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সিয়ামের দাফনের প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটির মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার মৃতদেহ নিয়ে যায়। 

শুভ কুমার ঘোষ/আরআই