রংপুরের পীরগাছা থেকে একসঙ্গে ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে পীরগাছা আমলি আদালতের মাধ্যমে তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার মোতাহার হোসেন চৌধুরী জুট মিল এলাকায় একটি জুয়ার আসর তাদের আটক করা হয়। পরে মামলা হলে তদন্তকারী উপপরিদর্শক (এসআই) আলী হোসেন তাদেরকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- রুবেল মিয়া (২৫), কমল চন্দ্র (৩১), মমিনুল হক (২৯), প্রদীপ কুমার বর্মন (৩২), হযরত আলী (২৬), শাহাজাহান মিয়া (২৮), বিপুল মিয়া (৩৭), আব্দুল মজিদ (৪০), আবু তাহের (২৬), আশরাফুল ইসলাম (৩০), এমদাদুল হক (৩৫), বিপ্লব রায় (২২) ও মো. আলহাজ আলী (৩৫)। 

তারা রংপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এএসপি আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে পীরগাছার খালেক মেম্বারের মোড় সংলগ্ন মোতাহার হোসেন চৌধুরী জুট মিলের শ্রমিক কোয়ার্টারে অভিযান চালানো হয়। এ সময় সেখানকার একটি ঘরে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। 

আটকরা টাকার বিনিময়ে সংঘবদ্ধভাবে জুয়া খেলছিলেন। অভিযানে ১৩টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার তিনশ টাকা জব্দ করা হয়েছে। 

ফরহাদুজ্জামান ফারুক/আরআই