রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে খোকন আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জোতকার্তিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন ওই এলাকাট মোজাহার আলীর ছেলে।

নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,  এলাকার জামে মসজিদে কমিটি নিয়ে কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলীর দ্বন্দ্ব ছিল। শুক্রবার ইফতারের আগ মুহূর্তে মসজিদ দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মুক্তার গ্রুপের খোকন আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের  সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর