নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, রমজানে কোম্পানীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। কোথাও কোনো বড় ধরনের অনিয়ম ও সংঘর্ষ হয়নি। 

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

কাদের মির্জা বলেন, আমরা কোম্পানীগঞ্জে শান্তি চাই। শান্তির জন্য যা কিছু করা প্রয়োজন আমি করব। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করব না। সবাই মিলে একটি সুন্দর কোম্পানীগঞ্জ গঠনে ঐক্যবদ্ধ হব।
 
মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম চৌধুরী বলেন, এমন আয়োজনে এসে আমি খুব আনন্দিত। পরিপাটি আয়োজনের জন্য মেয়র আবদুল কাদের মির্জাকে ধন্যবাদ জানাচ্ছি। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম, পুলিশ পরিদর্শক তদন্ত মো. মিজানুর রহমান প্রমুখ। 
 
হাসিব আল আমিন/আরএইচ