বরগুনায় মানববন্ধনে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ
বরগুনার পাথরঘাটায় একই সময়ে দুই গ্রুপ মানববন্ধন কর্মসূচি পালন করায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাজমুল আহসান ফিরোজ ও তার ছোট ভাই এনামুল হোসাইনের বিরুদ্ধে জমি দখল, মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগ এনে মানববন্ধন করেন পাথরঘাটার গাববাড়িয়া গ্রামের শতাধিক পরিবার। একই সময়ে চরদুয়ানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েলের বিরুদ্ধে মাদরাসার টাকা আত্মসাতের অভিযোগে সড়কে পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন একই এলাকার বাসিন্দারা।
বিজ্ঞাপন
এ সময় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, প্রশাসনিক অনুমতি না নিয়েই উভয়পক্ষ মানববন্ধন ও সড়ক অবরোধ করে। ফলে আমরা তাদেরকে বাধা দেই, কিন্তু তারা আমাদের কথা না শোনায় লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেই।
খান নাঈম/আরএআর