কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে ভাতিজার কিরিচের কোপে মোর্শেদ আলম নামে এক যুবকের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। অপর হাতও প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে আছে। বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। 

আহত মোর্শেদ আলম খুরুশকুল ইউনিয়নের হাটখোলার পাড়ার এলাকার মৃত নজির আহামদের ছেলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পরিবারের বরাত দিয়ে খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই বেদারুল আলমের সঙ্গে ভিটেবাড়ি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল মোর্শেদ আলমের। এ নিয়ে কয়েকবার বিচার-সালিসও হয়েছে। সেই থেকে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে বনিবনা নেই। এর মধ্যে আজ বুধবার ইফতারের পর  তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই মোর্শেদ আলম বড় ভাই বেদারুল আলমকে জাপটে ধরেন। তা দেখে বেদারুল আলমের ছেলে তারেক হাসান আকস্মিক ধারালো কিরিচ দিয়ে মোর্শেদ আলমের হাতে উপর্যুপরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই ডান হাত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় মোর্শেদের। বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে আছে। এছাড়া মাথায় কয়েকটি কোপ দেওয়া হয়েছে। 

অপরদিকে তারেক হাসানের দেওয়া কোপ লাগে তার বাবা বেদারুল আলমের শরীরেও। মুমূর্ষু মোর্শেদ আলমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজন হওয়ায় মোর্শেদ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সাইদুল ফরহাদ/আরএআর