নোয়াখালীতে তাসপিয়ার খুনিদের ফাঁসি দাবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে নিহত জান্নাতুল ফেরদাউস তাসপিয়ার (৪) খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে বেগমগঞ্জের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় এলাকাবাসী শিশু তাসপিয়া হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে খুনিদের ফাঁসির দাবি জানান।
বিজ্ঞাপন
মানববন্ধনে অংশ নেওয়া নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কেউ নিরাপদ নই। সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমাদেরকে জিম্মি করে রেখেছে। তাসপিয়া জীবন দিয়ে প্রমাণ করল আমরা কেউ স্বাভাবিক মৃত্যু পাব না। তাই এদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝোলানোর দাবি জানান স্বজনরা।
বিজ্ঞাপন
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঢাকা পোস্টকে বলেন, আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। সন্ত্রাসীদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে আমরা অভিযানে আছি।
প্রসঙ্গত, গত বুধবার (১৩ এপ্রিল) বিকেলে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা জান্নাতুল ফেরদাউস তাসপিয়া নামে এক শিশু নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় শিশুটির বাবা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহের।
হাসিব আল আমিন/আরআই