শেরপুরে গরুর মৃত্যুতে মেডিকেল টিম গঠন
শেরপুর সদর উপজেলার তিলকান্দি গ্রামে অজ্ঞাত রোগে গরুর মৃত্যুর ঘটনায় তিনটি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। এই টিম প্রতিদিন বিনা মূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচি পরিচালনাসহ অন্যান্য কার্যক্রম পালন করবে।
এর আগে শুক্রবার (১৫ এপ্রিল) অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট. কমে ‘অজ্ঞাত রোগে গরু মৃত্যু’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরটি নজরে আসে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের। এরপর নড়েচড়ে বসে জেলা প্রাণিসম্পদ বিভাগ। অবশেষে খামারিদের সেবা প্রদানের জন্য তিনটি মেডিকেল গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুধগ্রামের খামারিদের গরুর মৃত্যুর খবর পেয়ে তিলকান্দিতে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। শনিবার দিনব্যাপী ওই এলাকার খামারিদের নিয়ে মতবিনিময় সভার পাশাপাশি খামারের গরুগুলোকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
এছাড়া তিলকান্দি দুধগ্রামের ওই এলাকার জন্য সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, জেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আলী জিন্নাহ ও এলইও ডা. ফারজানা মৌকে প্রধান করে আলাদা তিনটি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
এই কর্মকর্তা আরও জানান, আমরা ২৫টি গরু ও বাছুরের মৃত্যুর তথ্য পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন এলাকা থেকে আনা গরুর মাধ্যমে ক্ষুরা রোগ ছড়িয়েছে। গরুগুলো মৃত্যুর অন্যতম প্রধান কারণ এটি। তবে কিছু গরু অন্যান্য রোগেও মারা গেছে। মৃত গরুর নমুনা সংগ্রহ করে ইতোমধ্যে পরীক্ষার জন্য কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে। ওই এলাকায় নতুন করে আর কোনো গরুর মৃত্যুর খবর নেই।
প্রসঙ্গত, গত ১২ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত শেরপুর সদর উপজেলার তিলকান্দি ও ভাটিয়াপাড়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ২০টির বেশি গরুর মৃত্যু হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় দুগ্ধ খামারিরা।
তারা অভিযোগ করে জানায়, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কেউ তাদের সহযোগিতা করেনি। এ বিষয়ে গত শুক্রবার ১৫ এপ্রিল ঢাকা পোস্ট প্রথম ভিডিওসহ খবর প্রকাশ করে। এরপর বিষয়টি নজরে আসে জেলা প্রশাসকের।
জাহিদুল খান সৌরভ/এসপি