মাটি ফেলে রাস্তার ক্ষতি করায় রাজশাহীর একটি ইটভাটার মালিকের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) জেলার পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাই মো. আনাছ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দেন।

অভিযান শেষে ইউএনও নূরুল হাই মো. আনাছ ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের ধোকড়াকুল অংশে মাটি ফেলে রাস্তা ক্ষতিগ্রস্ত করে জনসাধারণের ভোগান্তি করছিল সেখানকার এমআর ইটভাটা। বুধবার সেখানে অভিযান চালানো হয়।

এই ঘটনায় দণ্ডবিধি- ১৮৬০ এর- ২৯২ ধারায় এমআর  ইটভাটা মালিক জের মোহাম্মদকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান তিনি।

ইউএনও আরও বলেন, কেউ সরকারি রাস্তার ক্ষতি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেরদৌস সিদ্দিকী/আরআই