ফাইল ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরচাপা পড়ে এক ব্যক্তি ও তার পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রামটি নদী তীরবর্তী। বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে কমপক্ষে ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। যারা মারা গেছেন তারা আমার ইউনিয়নে ঘর তুললেও মূলত তারা পার্শ্ববর্তী শ্রীপুর ইউনিয়নের মিয়ারচরের স্থায়ী বাসিন্দা। 

শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, মিয়ারচরের একাংশ নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় কিছু দিন আগে রুস্তম আলী হাওলাদারের পরিবার আলিমাবাদ ইউনিয়নের গাগুড়িয়া গ্রামের একটি চরে বসবাস শুরু করেন। আজ জানতে পেরেছি সেখানে ঘরচাপা পড়ে রুস্তম আলী হাওলাদার ও তার পুত্রবধূ জয়নব বিবির মৃত্যু হয়েছে। 

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মাত্র ১০ মিনিটের কালবৈশাখীতে তছনছ হয়ে গেল তাদের সব। ওই পরিবারটি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আমি তাদের সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর