হাতিয়ায় পাওয়ার টিলার উল্টে নিহত ৩
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পাওয়ার টিলার উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন জবিউল হক (৩০) নামে আরও একজন। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের তমরুদ্দি-ওছখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে মো. বেলাল হোসেন (২৬), আবদুল কুদ্দুসের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মান্নানের ছেলে দেলোয়ার (১৫)। আহত জবিউল হক হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বিজ্ঞাপন
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. হারুনুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, তমরুদ্দি-ওছখালী সড়কে দিয়ে পাওয়ার টিলারটি যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে চালক ও শ্রমিকসহ তিনজন চাপা পড়েন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বজনদের অভিযোগের পেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/আরএআর