স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই করোনার মধ্যেও সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশ ভালো আছে। করোনা নিয়ন্ত্রণে আমরা সফলতা পেয়েছি, প্রধানমন্ত্রী সবসময় এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত, প্রায় ১৩ কোটি মানুষ করোনা টিকা নিয়েছে।

শনিবার(২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনায় মৃত্যুর হার শূন্যের কোটায়, সংক্রমণ নাই বললেই চলে। কিন্তু আমাদেরকে বেখেয়ালি হলে চলবে না। আপনারা জানেন আমাদের আশপাশের দেশেসহ অনেক দেশেই করোনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কাজেই সেই দিকে খেয়াল রাখতে হবে।

জাহিদ মালেক বলেন, আল্লাহ রোজাদারদের নিজ হাতে পুরষ্কৃত করবেন। রোজা হলো ঢাল স্বরূপ। আমরা সকলেই রোজা রাখব। সামাজে অনেক লোক আছে কষ্টে থাকে, ভালো খাবার, ভালো পরার এবং থাকার জায়গা নেই। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। 

ইফতার মাহফিলে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোহেল হোসেন/আরএআর