বিজয়ী মেয়র আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান এমপি এনামুল হক (ডান থেকে প্রথম)

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর নির্বাচনে হ্যাটট্রিক জয় পেলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। নৌকা প্রতীকে বর্তমান এই মেয়র পেয়েছেন ১০ হাজার ৮৩৯ ভোট। নির্বাচনে মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আবু নঈম মো. শামসুর রহমান মিন্টু পেয়েছেন ৯০৩ ভোট।

ভোট গণনা শেষে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে আবুল কালাম আজাদকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

তবে এই নির্বাচন সুষ্ঠ হয়নি অভিযোগ এনে দুপুর আড়াইটার দিকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ধানের শীষের প্রার্থী আবু নঈম। 

ধানের শীষ প্রার্থীর এই অভিযোগ উড়িয়ে দেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বকর মৃধা মনসুর। তিনি বলেন, জনগণ উন্নয়নের পক্ষে। ভোটে কোনো অনিয়ম হয়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। তবে নিশ্চিত পরাজয় জেনে আগেভাগেই ভোটের মাঠ থেকে সরে গেছেন ধানের শীষের প্রার্থী।

তাহেরপুর পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৬১৯ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এখানকার ১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছে ব্যালটে।

দুই মেয়র প্রার্থী ছাড়াও পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৫ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ রোববার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে।

তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর