ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান (৭০) ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সঙ্গে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে পার্শ্ববর্তী বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসিতে যায় বড় ভাই ফজলুর রহমান। পরে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা একটি ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে।

সে সময় গুরুতর আহত ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহমিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলুর রহমান হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আবদুল্লাহ আল মামুন/এনএ