ডেনমার্কের রাজকুমারী এখন সাতক্ষীরায়
সাতক্ষীরা উপকূলে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পৌঁছান তিনি।
সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে রাজকুমারী মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামে অবস্থান করেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধ এলাকা হেঁটে পরিদর্শন করেন তিনি।
বিজ্ঞাপন
সেখান থেকে মুন্সিগঞ্জ ইউনিয়নের আকাশলীনা ইকো ট্যুুরিজম পরিদর্শন শেষে পার্শ্ববর্তী বর্ষা রিসোর্টে অবস্থান করবেন। সেখানে দুপুরে খাওয়া দাওয়া ও সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তারপর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন ও সুন্দরবন ঘুরে দেখবেন। তারপর ঢাকায় ফিরে যাবেন।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, রাজকুমারীর জন্য বিশেষ নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে এ অঞ্চল। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এসপি