ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকড করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি
অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকড করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহ্ আলম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে একটি মোবাইল ফোনসহ তিনটি সিমকার্ড, দুটি এটিএম কার্ড, ছয়টি এনআইডি কার্ডসহ হ্যাকিং প্রক্রিয়ার ১৯ পৃষ্ঠার স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শাহ্ আলম বগুড়ার বাসিন্দা। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর গাজীপুরে লুকিয়ে ছিলেন তিনি। তাকে সেখানকার বাসন থানাধীন মধ্য ভোগড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে হ্যাকিংয়ের মাধ্যমে জনৈক এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতারক শাহ্ আলম প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। ওই ঘটনায় গত ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র্যাব-১৩ রংপুর বরাবর অধিযাচনপত্রে সহায়তা চান। র্যাব ছায়া তদন্তের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গাজীপুরের বাসন থানাধীন মধ্য ভোগড়া গ্রামের বাবুল সরকারের টিনশেড বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে আসামি শাহ আলমকে মোবাইল ফোন, সিমকার্ড, এনআইডি, এটিএম কার্ড এবং বিভিন্ন আলামতের ১৯ পৃষ্ঠার স্ক্রিনশটসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকড করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আসামিকে শনিবার সকালে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও গোপন অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর