সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই ঈদুল ফিতর উদযাপন করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা। 

সোমবার (২ মে) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে সুরেশ্বর দরবার শরীফ প্রাঙণে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, ঈদ জামাতে পুরুষ ও নারীদের জন্য ছিল পৃথক নামাজের ব্যবস্থা। সকাল ৯টায় এই জামাতের ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম। ময়মনসিংহ ও আশেপাশের দুই শতাধিক সুরেশ্বর অনুসারী এই ঈদ জামাতে অংশ নেন। 

নামাজ শেষ বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি-শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন নামাজে অংশগ্রহণকারীরা।

প্রসঙ্গত, গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে অবস্থিত সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের এক দিন আগে রোজা রাখেন। একই সঙ্গে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন তারা।

উবায়দুল হক/আরআই