পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিজের তৈরি আতশবাজি ফোটাতে গিয়ে হাত ও চোখ ঝলসে গিয়ে ইদ্রীস হাওলাদার (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত ইদ্রীস ইন্দুরকানী সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে।

সোমবার (২ মে) উপজেলার প্রধান বাজারের পার্শ্ববর্তী এলজিইডি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার বাজার এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইদ্রীসের নিজের বানানো আতশবাজি ফোটাচ্ছিলেন। আতশবাজি ফোটাতে গিয়ে অসাবধানতা বশত নিজের ডান হাত ও ডান চোখ আগুনে মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তিনি পেশায় গ্যারেজ মেকানিক। 

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, আতশবাজি ফোটাতে গিয়ে একজন আহত হবার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় আতশবাজির ব্যাপারে সতর্ক করা হচ্ছে। 

মো. আবীর হাসান/আইএসএইচ