রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পুলিশের হাতে ৫০ জন রোহিঙ্গা ধরা পড়েছে। বুধবার (৪ মে) সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। 

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে মিনি ট্যাক করে তারা কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসে। সৈকতে আমাদের নজরদারি থাকায় তাদের আটক করা সম্ভব হয়েছে। 

আইনি প্রক্রিয়া শেষে আটকদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

সাইদুল ফরহাদ/আরএআর