মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আমগ্রাম তেলিকান্দি গ্রামের শাহজালাল মাতুব্বরের ছেলে নুর নবী (২৮), নরারকান্দি গ্রামের সাজিন শেখের ছেলে আমির শেখ (৩৫) ও দুর্গাবদ্দী গ্রামের মজিদ দফাদারের ছেলে প্রান্ত দফাদার (২৫) । 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে একটি ভ্যানে চড়ে চার যাত্রী রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী আমির শেখ  নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রান্ত দফাদার নামে একজনসহ দুইজন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা জানান, রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল মোড়ল/আরএআর/আইএসএইচ