দুর্ঘটনাকবলিত বাস

ময়মনসিংহের ফুলপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খেয়ে একটি প্রাইভেটকার রাস্তা থেকে ছিটকে পড়ে। এতে আহত হন প্রাইভেট কারটির চালক। এর ঘণ্টাখানেক পর একই স্থানে ঘটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। এ সময় সংঘর্ষের শিকার বাস দুটিতে গিয়ে ধাক্কা খায় আরও দুটি বাস। এতে ৪টি বাসই ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত বাস

শুক্রবার (৬ মে) সকাল ৯টা ও ১০টায় ময়মনসিংহ-শেরপুর সড়কে উপজেলার ইমাদপুর এলাকায় পরপর এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার

দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।

দুর্ঘটনাকবলিত বাস

তিনি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত বাসগুলোকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি। 

উবায়দুল হক/আরআই