লক্ষ্মীপুরে কাজী জামসেদ আমিন মিশন নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হাতুড়ি দিয়ে কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। শনিবার (০৭ মে) রাত ১১টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ হোস্টেল এলাকার একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত কর্মী সাইফুল ইসলাম সুমন লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার আমিন উল্লাহ ড্রাইভার বাড়ির মো. সেলিমের ছেলে। অভিযুক্ত মিশন লক্ষ্মীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 

জানা গেছে, আগামী ১১ মে লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে কাউন্সিলরের তালিকা নিয়ে ব্যস্ত নেতারা। সেই লক্ষে পৌর ৯ নং ওয়ার্ডেও তালিকা করা হয়। এতে প্রবীণ ও ত্যাগী নেতারা বাদ পড়েছেন বলে সুমনসহ কয়েকজন নেতাকর্মী প্রতিবাদ করেন। এর জের ধরে কলেজ হোস্টেল এলাকার দোকানে এসে মিশন তাকে ছুরিকাঘাত করে। এ সময় হাতুড়ি দিয়ে মাথায়ও আঘাত করা হয়। পরে পাশে থাকা অন্যান্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলাম সুমন বলেন, প্রতিবাদ করায় মিশন আমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছেন। ছুরি দিয়ে ডান হাত কেটে দিয়েছেন। 

রোববার সকালে আওয়ামী লীগ নেতা কাজী জামসেদ আমিন মিশন বলেন, সুমন উচ্ছৃঙ্খল। তিনি অযথা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে মারধর করতে তেড়ে আসে। আমি তাকে কিছুই করিনি। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

হাসান মাহমুদ শাকিল/এসপি