হাতিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, নোয়াখালীর সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ
ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলা নোয়াখালীতে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার ফলে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে নোয়াখালীর নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (০৯ মে) সকাল ১০টা থেকে হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাটে সি-ট্রাক, ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে নোয়াখালী থেকে লোকজন হাতিয়ায় এবং হাতিয়া থেকে কেউ নোয়াখালীতে যেতে পারছেন না।
বিজ্ঞাপন
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন ঢাকা পোস্টকে বলেন, অশনি মোকাবিলায় হাতিয়ায় প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন সেল্টার ও উঁচু স্থাপনা। এ ছাড়া মানুষের জানমাল রক্ষায় সকাল ১০টা থেকে হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাটে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় অশনির ফলে উপকূলীয় এলাকায় ২ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হলে এই সংকেত আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক মোহাম্মদ দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা শহর নোয়াখালীর সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ চলাচল শুরু হবে।
হাসিব আল আমিন/এসপি