জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তিনি তা বাস্তবায়ন করেন। আওয়ামী লীগের তৃণমূলে ভোট বেড়েছে, জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বেড়েছে।

সোমবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হুইপ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমে স্বচ্ছ, সুন্দর ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চান। যেন সেই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন ও কারচুপির অভিযোগ তুলতে না পারে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহসভাপতি নায়ার কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/আরএআর