প্রতিবন্ধী সেজে ভিক্ষা, ধরা পড়ে চাইলেন সহযোগিতা
সাতক্ষীরা শহরে ভিক্ষা করেন রফিকুল ইসলাম। ভিক্ষাবৃত্তির সময় হাত বাঁকা করে কাতর হয়ে পড়েন তিনি। যে কেউ দেখলেই মনে করেন তিনি প্রতিবন্ধী। মূলত তিনি স্বাভাবিক মানুষ। মঙ্গলবার (১০ মে) বেলা ১১টার দিকে শহরের আব্দুর রাজ্জাক পার্কের সামনে ভিক্ষাবৃত্তির সময় ধরা পড়ে ঘটনাটি। পরে স্বীকার করে সহযোগিতা চাইলেন তিনি।
রফিকুল ইসলাম শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম। বর্তমানে শহরের উত্তর কামালনগর বউবাজার এলাকার ভাড়াটে হিসেবে বসবাস করছেন।
বিজ্ঞাপন
শহরের ভ্যানচালক মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, আমি রফিকুলকে চিনি-জানি। তিনি সুস্থ মানুষ। প্রতিবন্ধী সেজে ভিক্ষা করেন। কাজ করতে পারেন না। এখন দোকানে দোকানে ভিক্ষা করতে দেখে আমি চিনে ফেলেছি। নিরুপায় হয়ে ভিক্ষা করছেন বলে জানিয়েছেন। কেউ সহযোগিতা করলে আর ভিক্ষা করবেন না।
রফিকুল ইসলাম বলেন, আমি প্রতিবন্ধী মানুষ। কাজ করতে পারি না, তাই ভিক্ষা করি। কেউ সহযোগিতা করুন, তাহলে আর ভিক্ষা করব না। একটা দোকান করে দিলে আর ভিক্ষা করতে চাই না। দোকান দিয়ে ব্যবসা করতে চাই।
বিজ্ঞাপন
সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুর রহমান বলেন, সরকারিভাবে আমাদের ভিক্ষুক পুনর্বাসনব্যবস্থা রয়েছে। যদি তিনি সাতক্ষীরা সদরের ভোটার হন, তবে আমি তাকে পুনর্বাসনের ব্যবস্থা করব। শ্যামনগরের ভোটার হলে সেখানকার সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা করা যাবে।
আকরামুল ইসলাম/এনএ