মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ করা হয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সব ধরনের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

এদিকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে আজ মঙ্গলবার সকাল থেকে মুন্সীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যা সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে যা এখনো অব্যাহত আছে।

এ ব্যাপারে শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে নদী উত্তাল থাকায় সন্ধ্যা ৬টা থেকে সব ধরনের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বন্ধ হওয়ার আগে শিমুলিয়া ঘাট থেকে ৮৫টি লঞ্চ এবং ১৫৫টি স্পিডবোট চলাচল করছিল। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

ব.ম শামীম/এমএএস