ঢাকা পোস্ট সাধারণ মানুষের কথা তুলে ধরবে
শহরের রেইবো রেস্তোরাঁর হলরুমে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা
রাঙামাটিতে শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ঢাকা পোস্ট। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি শহরের ব্যস্ততম এলাকা উত্তরা ব্যাংকের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেইবো রেস্তোরাঁর সামনে গিয়ে শেষ হয়।
এ সময় শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে রেইবো রেস্তোরাঁর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ঢাকা পোস্ট রাঙামাটি প্রতিনিধি টগর রাজ মিশু মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়–য়া, রাঙামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহম্মেদ, প্যানেল মেয়র কালায়ন চাকমা, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী।
বিজ্ঞাপন
আরও উপস্থিত ছিলেন একতা শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, হিন্দু বিবাহ নিবন্ধক খোকন কুমার দে, দৈনিক পার্বত্য চট্টগ্রামের নির্বাহী সম্পাদক হেফাজত বাবী সবুজ, দৈনিক পার্বত্য চট্টগ্রামের বার্তা সম্পাদক শংকর হোড়, আরটিভি প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল, চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি জিয়াউল হক, দীপ্ত টিভির প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী, নির্ঝর সংঘের সাধারণ সম্পাদক রাজু শীল, সিএইচটি পলিটেকনিকের হিসাবরক্ষণ কর্মকর্তা পার্থ সেন, নব উদ্যোগ সংঘের সভাপতি মিঠুন সিংহসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা ঢাকা পোস্টের শুভকামনা জানিয়ে বলেন, ঢাকা পোস্ট সাধারণ মানুষের কথা তুলে ধরবে। দেশের সচরাচর সাংবাদিকতার বাইরে বস্তুনিষ্ঠ ও ব্যতিক্রমি সংবাদ পাঠকের কাছে তুলে ধরার মাধ্যমে ঢাকা পোস্ট সাধারণ মানুষের আস্থার জায়গা অর্জনে সম্ভব হবে। ঢাকা পোস্ট সত্য সংবাদ তুলে ধরার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
আলোচনা সভা শেষে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।
টগর রাজ মিশু মল্লিক/এনএ