রাজশাহী নগরীতে বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে দোকানিদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ মে) দুই দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

অভিযান শেষে তিনি জানান, নিয়মিত বাজার নজরদারির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর তালাইমারী ও ভদ্রা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তালাইমারী এলাকার মেসার্স আব্দুল কাইয়ুম ও ভদ্রা বউ বাজার এলাকার রাব্বি স্টোরের বিরুদ্ধে বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে ভোক্তাদের অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগ পাওয়া যায়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স আব্দুল কাইয়ুমকে ২০ হাজার টাকা এবং রাব্বি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। 

ফেরদৌস সিদ্দিকী/আরএআর