ফাইল ছবি

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে দুই দিন ধরে নিখোঁজ জেলে মিরাজ হাওলাদারের (২৬) মরদেহ উদ্ধার করেছেন জেলেরা। শনিবার (১৪ মে) দুপুরে ঘটনাস্থলের কাছ থেকেই ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

পরে সন্ধ্যার দিকে নিহতের মরদেহ তার বাড়িতে পৌঁছে। নিহত জেলেকে দেখতে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা তার বাড়িতে যান।

এর আগে বৃহস্পতিবার (১২ মে) বিকেলে সুন্দরবন পুর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কালামিয়া ও শ্যালার চরসংলগ্ন নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরের দিন শুক্রবার সকাল থেকে জেলেদের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী ও বন বিভাগের ডুবুরি দল দিনভর সন্ধান চালিয়েও মিরাজের মরদেহ খুঁজে পাননি।

মিরাজ হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী গ্রামের নাছির হাওলাদারের ছেলে। ৪ মে বন বিভাগ থেকে পাস নিয়ে বড় ভাই পলাশ হাওলাদারের নৌকায় সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। মিরাজ হাওলাদার গত ৩ মাস পূর্বে বিয়ে করেছিলেন।

মিরাজ হাওলাদারের বাবা নাছির হাওলাদার বলেন, আমার ছেলে মাত্র তিন মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এর মধ্যেই আমাদের ছেড়ে চলে গেল। মাছ ধরতে গিয়েই তার মৃত্যু হলো। 

তানজীম আহমেদ/আরআই