কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বোতলজাত সয়াবিন তেল মজুত ও তা যথাযথভাবে বিক্রি না করায় অভিযান চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলার থানাহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 
 
কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ (মঙ্গলবার) বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চিলমারী উপজেলার থানাহাট বাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় গুদামে মজুদকৃত আগের দামের আধা লিটারের ১২২৪টি বোতলে মোট ৬১২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। 

এ সময় তেল মজুত ও যথাযথভাবে বিক্রি না করার দায়ে চিলমারী থানাহাট বাজারের সোহেল অ্যান্ড ব্রাদার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত সয়াবিন তেল জনসাধারণের নিকট গায়ের দামে বিক্রির ব্যবস্থা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরশাদ আলী ও চিলমারী থানা পুলিশ সহযোগিতা করেন। 

ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তা অধিকারের পক্ষ থেকে ওই এলাকার ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জুয়েল রানা/আরআই