লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বৈদ্যুতিক ফ্যান খুলে পড়ে নবম শ্রেণির চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ১০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ছাত্রীরা হলো নবম শ্রেণির শিক্ষার্থী হিতৈষী রায়, সাবিহা, জাহান এরিনা ও সিফা।

এ ঘটনায় অভিভাবকদের অভিযোগ, গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আগেও ফ্যান নিয়ে অভিযোগ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক শামীমা বেগমকে অনুপস্থিত পাওয়া গেছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, কক্ষটি অনেক পুরোনো হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় ব্যক্তিরা জানান, ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ১০৮ নং কক্ষে সহকারী শিক্ষক সুব্রত রায়ের ইংরেজি ক্লাস নিচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক ফ্যান খুলে পড়লে তারা আহত হয়। পরে তাদের চিৎকারে শিক্ষক ও পাশের শিক্ষার্থীরা এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।

মুঠোফোনে প্রধান শিক্ষক শামীমা বেগম বলেন, আমি অসুস্থ থাকায় রংপুরে চিকিৎসা নিচ্ছি। তবে স্কুলের দুর্ঘটনার বিষয়টি জেনেছি। শিক্ষার্থীরা চিকিৎসা নিয়ে এখন ভালো আছে।

নিয়াজ আহমেদ সিপন/এনএ