গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে আতোয়ার রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স।

তিনি জানান, ১৬ বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী সতিরজান গ্রামের মৃত রিয়াজুল আকন্দের ছেলে আতোয়ার রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই আনোয়ারা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আতোয়ার।  

এরই  ধারবাহিকতায় ২০১৯ সালের ৬ জানুয়ারি রাতে আনোয়ারা বেগমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন আতোয়ার। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির উঠানে ফেলে রাখেন।

পরদিন ৭ জানুয়ারি আনোয়ারা বেগমের ভাই মাহির উদ্দিন আতোয়ার রহমানকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আতোয়ার রহমানের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। 

রিপন আকন্দ/আরআই