বগুড়ায় সহকারী নির্বাহী প্রকৌশলীর ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ট্রেন আটকে রেখে বিক্ষোভ সমাবেশ করেছেন রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেন আসলে তারা আটকে দেন। 

ট্রেনের সামনে গিয়ে দাঁড়িয়ে কর্মকর্তা-কর্মচারীরা সেটি আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে ট্রেনটি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। প্রায় ২২ মিনিট ট্রেনটি আটকে রাখা হয়। 

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রেলওয়ে কর্মকর্তা-কমকারীরা লালমনি এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয়। পরে পুলিশ এসে ট্রেন ছাড়ার ব্যবস্থা করে। 

আরএআর