নোয়াখালীতে পার্কে বসে আড্ডা দেওয়ার সময় ১০ কিশোর-কিশোরীকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে মাইজদীর পৌর পার্কে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। তবে আটকদের পরিচয় দিতে পারেনি পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী পৌর পার্কে কিশোর-কিশোরীরা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে বলে স্থানীয় লোকজন পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের কাছে অভিযোগ করে আসছিল। তাছাড়া কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে  পার্কে আগত সাধারণ মানুষ অতিষ্ঠ। এসব অভিযোগের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ বিনা প্রয়োজনে পার্কে অহেতুক আড্ডা দেওয়া ১০ কিশোর-কিশোরীকে থানায় নিয়ে আসে।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, দীর্ঘদিনের অভিযোগের আলোকে পার্কে অভিযান চালানো হয়। এ সময় ১০ কিশোর-কিশোরীকে আটক করে থানায় আনা হয়। কিশোর-কিশোরীদের বয়স বিবেচনায় ভবিষ্যতে সংশোধনের স্বার্থে অভিভাবকদের ডেকে তাদের জিন্মায় তুলে দেওয়া হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পার্কে অনেক সময় কিশোর-কিশোরীরা নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বিষয়টি পথচারীরা দেখে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। তাই অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়েছে। 

পৌর পার্ক, হাউজিং বালুর মাঠ, মিনি চাইনিজের নামে ছোট ছোট খোপের রেস্তোরাঁ, বিভিন্ন মার্কেটে স্কুল চলাকালে স্কুল শিক্ষার্থীদের ঘুরে বেড়ানোর বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান পুলিশ সুপার। 

হাসিব আল আমিন/আরএআর