নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডহরগাঁও এলাকায় গ্রামটেক ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনেন কারখানার শ্রমিকরা।

শনিবার (১৯ মে) সকালে রূপগঞ্জ-আড়াইহাজার সড়কের গোলাকান্দাইল ডহরগাঁও এলাকার গ্রামটেক টেক্সটাইল মিল ও ডাইং কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। তবে নিজস্ব পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকায় আগুনের ভয়াবহতা তেমন বাড়েনি বলে দাবি করেন কারখানার ব্যবস্থাপক আশরাফ হোসেন।

জানা যায়, আগুনের সূত্রপাত হয় বেলা সাড়ে ১১টার দিকে। মাত্র আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন গ্রামটেক কারখানার শ্রমিকরা। 

 কারখানার ব্যবস্থাপক আশরাফ হোসেন বলেন, আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া আছে তাই আমাদের নিজস্ব প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

কারখানার জিএম জিয়াউর রহমান বলেন, আমাদের ডাইং সেকশনে সব সময় উত্তাপ বেশি থাকে। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। তাই আতঙ্কের কিছু নেই। আমাদের পর্যাপ্ত অগ্নিনির্বাপক বোতল গ্যাস মজুদ আছে। 

ফায়ার সার্ভিসের হটলাইনে তথ্য অনুসন্ধানে জানা যায়, আগুন লাগার ৩০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনে কারখানা কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটিতে থাকা প্রচুর তাপ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

আরএআর