সাভারের একটি শপিং সেন্টারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দুই বিক্রয়কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। রোববার (২২ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। 

এর আগে শনিবার রাতে ওই দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে সাভারের নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাভারের রাজাশন এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহীন (২৭) ও দেওগাঁ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৪)। তারা দুজনই সাভার নিউমার্কেটের ম্যাস্ট্রো নামে একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী।

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কেনাকাটা করতে যান। প্রথমে তারা মার্কেটের তৃতীয় তলার ইজি ও মিলান নামে শো-রুমে কাপড় দেখেন। পরে ম্যাস্ট্রো নামে ওই দোকানের সামনে গেলে দুই বিক্রয়কর্মী তাদের কাপড় দেখার আহ্বান জানান। 

এদিকে দোকানের একটি শাটার আগে থেকেই বন্ধ ছিল। শিক্ষার্থীরা দোকানের ভেতরে গেলে অপর শাটার বন্ধ করে দেয় বিক্রয়কর্মীরা। এ সময় শিক্ষার্থীরা চেঁচামেচি করলে তারা মজা করেছে বলে জানায় এবং শাটার খুলে দেয়। পরে মার্কেট কর্তৃপক্ষকে জানিয়ে সাভার থানায় মামলা করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুপুরে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

মাহিদুল মাহিদ/এসপি