বিক্ষোভ মিছিল করার সময় মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ মে) শহরের ভায়না মোড় এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব আকতার হোসেন ঢাকা পোস্টকে জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর পুলিশি হয়রানি বন্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের ভায়না এলাকা থেকে একটি মিছিল বের করেছিল। ঠিক সেই সময় পুলিশ সেখান থেকে ছাত্রদলের জেলা সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকায় মিছিলের প্রস্তুতিকালে আব্দুর রহিম ও আবু তাহের সবুজসহ ৯ আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটককৃতদের অনেকের নামে আগে থেকেই থানায় একাধিক মামলা রয়েছে। তবে আটক অন্য সাতজনের নাম তিনি স্পষ্ট করে বলতে পারেননি।

একেএম/এনএ