কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরোসের টিকা নিচ্ছেন কুদ্দুস বয়াতি

লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি বলেছেন, ‘করোনাভাইরোসের টিকা (ভ্যাকসিন) নিয়ে ভালো ও সুস্থ আছি। এরই মধ্যে টিকা গ্রহণের চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেছে। কোনো প্রতিক্রিয়া অনুভূত হয়নি। দেশের সবাই করোনাভাইরাসের টিকা গ্রহণ করে নিজেকে সুরক্ষিত রাখুন।’

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া ক্লাব কার্যালয়ে এক আলাপচারিতায় এসব কথা জানান দেশবরেণ্য এই লোকসংগীত শিল্পী।

কুদ্দুস বয়াতি বলেন, ‘মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনাভাইরাসের টিকা গ্রহণ করি। টিকা নেওয়ার পর চব্বিশ ঘণ্টা অতিবাহিত হয়েছে। কোনো প্রতিক্রিয়া হয়নি। ওইদিন আমার সঙ্গে স্থানীয় সংগীতশিল্পী ও সংস্কৃতিকর্মীরাও করোনা টিকা নেন।’

মানুষকে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে কুদ্দুস বয়াতি আরও বলেন, ‘আমি ইচ্ছা করলে ঢাকার কোনো হাসপাতালে টিকা নিতে পারতাম। কিন্তু আমি তা না করে আমার নিজ এলাকায় এসে সরকারি হাসপাতালে টিকা নিয়েছি। এর কারণ হলো, গ্রামাঞ্চলে টিকা নিয়ে কিছু বিভ্রান্তি আছে। অনেকেই টিকা নিতে ভয় পান। তাই আমি সহজ সরল মানুষকে সাহস দেওয়ার জন্য নিজ এলাকায় এসে টিকা নিয়েছি।’

লোকসংগীতের এই তারকা বলেন, ‘শুধু নিজ এলাকা নয়, সমগ্র বাংলাদেশই আমার। আমি করোনাভাইরাসের শুরুতেই মানুষকে সচেতন করতে গান করেছি। মাঠ-ঘাট-হাটে এমনকি শহরের মানুষকে বুঝিয়েছি। মাস্ক পরতে বলেছি। সামাজিক দূরত্ব মেনে চলতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। এদেশের মানুষকে ভালোবাসি। কারণ এদেশের মানুষই আমাকে কুদ্দুস বয়াতি বানিয়েছে।’

জিয়াউর রহমান/এমএসআর