বরিশালের উজিরপুরে ১০ জন নিহতের ঘটনায় গাড়ির গতি বেপরোয়া ও চালক ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার (২৯ মে) সকাল ১০টার দিকে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় গাড়ির গতিও ছিল বেপরোয়া। আর বাসটি ঢাকা রুটের ছিল। এটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। দীর্ঘ পথ গাড়ি চালানোর কারণে চালক হয়ত ক্লান্ত হয়ে পড়েছিলেন।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে ঘটনাস্থল থেকে এবং একজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর তিনি মারা যান। আহত ১৭ জনের মধ্যে ১৪ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩ জন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।  

এর আগে রোববার ভোর সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ১৭ জন আহত হয়েছেন।

সৈয়দ মেহেদী হাসান/এসপি